আসাদ তালুকদারঃ বৃহস্পতিবার(২০ জুন) সকালে আগামী ২২ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নেত্রকোণায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় নেত্রকোনা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। এসময় সাংবাদিকের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এবার জেলায় ৫ লক্ষ ৬৪ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।