স্টাফ রিপোর্টার ঃ আগামী ১ জুলাই থেকে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০১৯ শুরু হতে যাচ্ছে। ৬৮০০ জন পুরুষ ও ২৮০০ জন মহিলা কনস্টেবল মিলিয়ে সারাদেশে মোট ৯,৬৮০ জন জনবল নিয়োগ করা হবে। ময়মনসিংহ জেলায় ১৫২ জন পুরুষ ও ১০৫ জন মহিলা কনস্টেবল মোট ২৫৭ জন পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেয়া হবে। আগামী ১ জুলাই ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে সকাল ৮.০০ টায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের প্রথম ধাপের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ এক প্রেসব্রিফিং এ জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় তিনি বলেন, শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নিয়োগ পরীক্ষায় সরকার নির্ধারিত ফি (১০০/- ট্রেজারী চালান) এর অতিরিক্ত কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হয়ে প্রতারিত না হওয়ার জন্য আহবান জানান। নিয়োগ সংক্রান্তে কোন ব্যক্তি বা পুলিশ সদস্য জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ/ বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শারীরিক পরীক্ষায় প্রার্থীদের ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে মাঠে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে।
কোন জালিয়াতি চক্রের অপতৎপরতা পরিলক্ষিত হলে কোন পুলিশ সদস্য বা ব্যক্তির নাম ব্যবহার করে বা অন্য কোনভাবে কেউ অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিম্নে উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
পুলিশ সুপার ঃ ০১৭১৩৩৭৩৪২২, অতিঃপুলিশ সুপার(প্রশাসন)ঃ ০১৭১৩৩৭৩৪২৩,
অতিঃপুলিশ সুপার(ক্রাইম) ঃ ০১৭১৩৩৭৩৪২৪,
অতিঃপুলিশ সুপার(ডিএসবি) ঃ ০১৭১৩৩৭৪৫৫৯,
অতিঃপুলিশ সুপার (সদর দপ্তর ) ঃ ০১৭১৩৩৭৪৫৫৫,
অতিঃপুলিশ সুপার(সদর সার্কেল) ঃ ০১৭১৩৩৭৩৪২৫,
অতিঃপুলিশ সুপার (গৌরিপুর সার্কেল ) ঃ ০১৭১৩৩৭৩৪২৭,
অতিঃপুলিশ সুপার(গফরগাঁও সার্কেল ) ঃ ০১৭১৩৩৭৩৪২৮,
সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল ) ঃ ০১৭১৩৩৭৩৪২৬,
সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল ) ঃ ০১৭৬৯৬৯৩০৯০,
সহকারী পুলিশ সুপার( হালুয়াঘাট সার্কেল ) ঃ ০১৭৬৯৬৯৩০৯১,
অফিসার ইনচার্জ (ডিবি)ঃ ০১৭১৩৩৭৩৪৪৩