স্টাফ রিপোর্টার ঃ গত ১৫ জুন ফুলপুরের ভাইটকান্দি নিজ বাসা থেকে নিখোঁজ ৩ জমজ বোনকে উদ্ধারসহ আসামি গ্রেফতার করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ। আজ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ তথ্য দেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, গত ১৫ জুন ফুলপুরের ভাইটকান্দি দক্ষিণ পাড়া নিজ বাসা হতে ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীতে পড়ুয়া জমজ ৩ বোন নিখোঁজ হয়। এ ব্যাপারে ভিকটিমের চাচা আঃ ছালাম ফুলপুর থানায় জিডি করেন যার নং ৫৪৯। উক্ত ঘটনার গুরুত্ব বুঝে নিখোঁজদের উদ্ধারের জন্য ফুলপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশনা দেয়া হয়। ফুলপুর সার্কেলের নেতৃত্বে থানা এবং ডিবি পুলিশের অভিযানে শেরপুর জেলার নকলা হতে গত ১৭ জুন আবিদা সুলতানা পপিকে উদ্ধার করে। পরে তার দেয়া তথ্য মতে কয়েকজন ছেলে তাদেরকে সিএনজি যোগে শেরপুর জেলার ঝিনাইগাতির এক অজ্ঞাত স্থানে আটকে রাখে। এ অপহরণের বিষয়টি ভিকটিমদের বাবা গত ১৮ জুন ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৭/৩০ ধারায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ফুলপুর থানার মামলা নং ২৬। পপির দেয়া তথ্যে থানা ও ডিবি পুলিশ এজাহার নামীয় আসামী ভিকটিমদের বান্ধবী ঝিনাইগাতী তিলকান্দির মোমেন মিয়ার স্ত্রী সুরাইয়া রাহা(১৮) ও তার স্বামী মোমেন মিয়া (২৫) কে ঢাকা হতে এবং ঘটনার সাথে জড়িত ঝিনাইগাতীর জুলগাঁও এর আজিজুল হকের ছেলে সুলতান মাহমুদ সবুজ(৩০) ও সদর থানার নওহাটার মনির মিয়া ওরফে মনির ওস্তাগারের ছেলে মাসুদ রানা(১৯) কে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী আজ ১৯ জুন এজাহার নামীয় আসামী ঝিনাইগাতীর তিলকান্দির গোলাম মোস্তফার ছেলে মুন্না মিয়া(১৯) ও শশুরবাড়ী নকশী বাজার এর আঃ করিমের ছেলে জুয়েল মিয়া(২৬) কে নকশী বাজার এলাকা হতে গ্রেফতার করে এবং এদের জিম্মায় থাকা নিখোঁজ অপর ২ বোন রেজিয়া সুলতানা চম্পা(১৫) ও শাহানা সুলতানা সুমী(১৫) কে উদ্ধার করে।
এসময় জেলা পুলিশসুপার মোঃ শাহ আবিদ হোসেন বলেন, পারিবারিক শাসনের ফলে ক্ষোভ থেকে কিশোর কিশোরীরা অনেক সময় নানা ধরনের ঝুঁকি নিয়ে নেয়। হুট করে চিন্তা না করেই যেকোন ঝুঁকি নিলে বিপদে পড়ার সম্ভাবনা থেকে যায়। পারিবারিক নৈতিকতার অবক্ষয়ই এর জন্য দায়ী। এ ব্যাপারে পরিবারের অভিভাবকদের দায় দায়িত্ব রয়েছে।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন ফুলপুরের সার্কেলের এএসপি দীপক চন্দ্র মজুমদার, এডিশনাল এসপি জয়ীতা শিল্পী, সদর সার্কেলের এএসপি মোঃ আল আমীন,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ,ডি আইও ১ মোখলেছুর রহমান সহ ডিবির অন্যান্য সদস্য।