নকলা প্রতিনিধি ঃ
অনেক জল্পনা-কল্পনা শেষে শেরপুরের নকলায় ১৮ জুন মঙ্গলবার শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাচন।সফল সরকারের সফল প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের আইন শৃংখলা বাহিনী এমন সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নকলাবাসী।উপজেলার ৬৭ টি কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোট গ্রহন চল্লেও ভোটার উপস্থিতি ছিলো খুবই কম। বৈশাখী টেলিভিশনের নিউজ ইডিটর মনজুরুল ইসলামকে সাথে নিয়ে উপজেলার ২৩ টি কেন্দ্র পর্যবেক্ষন শেষে কোথাও কোন জাল ভোট, বাধ্যতা মূলক প্রার্থীকে ভোট প্রধানের কোন খবর পাওয়া যায়নি।
উপজেলায় মোট ভোটার- ১,৫১,৪৫৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার মোট-৭৪৪১৪ এবং মহিলা ভোটার মোট-৭৭০৪১জন।
বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন মোট- ২৪৮৮৩ ভোট।
শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন মটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন-২৯৮৩৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করে, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার চশমা প্রতীক নিয়ে পেয়েছেন- ৪০২০৯ ভোট। রফিকুল ইসলাম সোহেল তালা প্রতীক নিয়ে পেয়েছেন-১৩৯২৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করে ফরিদা ইয়াসমীন কলসি প্রতীক নিয়ে পেয়েছেন- ৩৪২৩০ ভোট।
উম্মে কুলসুম রেনু প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন-১১৯০৫ ভোট এবং লাখি আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন- ৭৭৮৮ ভোট।
এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে -১১৬৬ ভোট, ভাইস চেয়ারম্যান পদে মোট-১৯৬৫ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট- ১৭৫৫ ভোট অবৈধ বা ভোট নষ্ট হয়েছে।
তবে সব মিলিয়ে প্রশাসন পারে না এমন কোন কাজ নেই, প্রশাসন চাইলে এই সুজলা-সুফলা বাংলাদেশটাকে একটি আদর্শ সোনার বাংলা তৈরিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে বলে জানালেন নকলা উপজেলার সচেতন ভোটারবৃন্দ।