শিমুল শাখাওয়াতঃ
প্রথম ধাপে স্থগিত হয়ে যাওয়া পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা যুব লীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন।
আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উৎসব মূখর ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ ও নির্বাচনী কার্য পরিচালনা করা হয়। রাত ৮ টায় উপজেলা পরিষদের ফলাফল কক্ষ থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়কে বেসরকারী ভাবে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে।
বিজয়ী নৌকা পেয়েছেন ৫৭ হাজার ৭৫৮ ভোট এবং প্রতিদ্বন্ধী আনারস প্রতীকে মাসুদ আলম টিপু পেয়েছেন ৩৪ হাজার ২৬৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে শেখ রাজু আহমেদ (চশমা) ২৩৩৬৭ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত (তালা) ২২৬২৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমি আকন্দ (কলসি) ২৭২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনি কর্মকার (হাঁস) ২৪১৭২ ভোট। জানা যায়, উপজেলার ১১ টি কেন্দ্রে ভোটার ছিল ২ লাখ ২৪ হাজার ৫ শত ৫৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ২শত ৫৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১০ হাজার ২শত ৮৩ জন।