পূর্বময় ডেস্কঃ
গত শনিবার সারা দেশে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ।জানা যায়, গত ২৪ ও ৩১ মে ১ম ও ২য় প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১ম ও২ য় ধাপেও মহামারিভাবে প্রশ্নফাঁস হয়। পরীক্ষা শুরু হওয়ার আগেই নিয়োগ পরীক্ষার পশ্নপত্র সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা পরীক্ষায় ব্যবহৃত প্রশ্নপত্রের সাথে মিল পাওয়া। ১ম ধাপে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও ২য় ধাপেও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী আজ বিকাল ৩ টায় মহাকালী গালর্স স্কুল এন্ড কলেজের সামনে
উক্ত পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্রফাঁসের প্রতিবাদে মানববন্ধন করে ময়মনসিংহ কমিটি। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ময়মনসিংহ কমিটির আহ্বায়ক মোকছেদুল তপু,জনু রন্জন দাস,ঝরণা আফরিন,রাজন আহমেদ,শাহিনসহ সদস্যবৃন্দ। তারা বলেন “জাতিকে ধ্বংস করতেই এই প্রশ্নফাস।প্রশ্নফাঁসকারী কে বা কারা তা নিশ্চিতসাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনতে হবে”। তারা আরো বলেন” যদি এই পরীক্ষা বাতিল না করা হয় এবং সরকার কর্তৃক ভবিষ্যৎতে প্রশ্নফাঁস হবে না নিশ্চয়তা দেওয়া না হয় তাহলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো”।