শিমুল শাখাওয়াতঃ
নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদের স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জুন। এই উপজেলা নির্বাচনের আইন ভঙ্গ করার অভিযোগে এলাকার সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশে থানায় মামলা দায়েরের জন্যে আজ লিখিত অভিযোগ করেছেন রিটার্নিং কর্মকর্তা। অপরদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনী কার্যারলয় সূত্রে জানা গেছে,জেলার পূর্বধলা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল গত ১০ মার্চ। কিন্তু স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাছুদ আলম তালুকদার টিপুর পক্ষে নির্বাচনী বিধি ভঙ্গ করে প্রভাব বিস্তারে অভিযোগ উঠে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জাহিদুল ইসলাম সুজন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাছুদ আলম তালুকদার টিপুর মধ্যে সরাসরি প্রতিদ্বন্ধিতা হচ্ছে।
এ অবস্থায় নির্বাচন কমিশন নির্বাচনের আগে ৮ মার্চ নির্বাচন স্থগিত ঘোষণা করে। পরে কমিশনের একজন যুগ্ম সচিবকে দিয়ে ঘটনার তদন্ত করানো হয়। তদন্তে নির্বাচনী বিধিমালা ২০১৬ এর ২২ বিধি,২০১৩ এর বিধি ৭০ (১) (ক) , ৭৩ (১) (ক) ও ৭৩ (১) (ক) (অ) ধারা ভঙ্গের প্রমাণ পান তদন্ত কর্মকর্তা। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে কমিশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে থানায় নিয়মিত মামলা করার নির্দেশ দেয়।
এই আচরণবিধি ভঙ্গের জন্যে ছয় মাস থেকে ৫ বছরের কারাদন্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডের কথা বলা আছে নির্বাচনী আইনে।
নির্বাচনে ২ জন চেয়ারম্যান পদে, ৫ জন নারী ভাইসচেয়ারম্যান ও ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন ভাইসচেয়ারম্যান পদে। ১১ টি ইউনিয়নের এই উপজেলায় ৭৪টি কেন্দ্রে ২ লাখ ২৪ হাজার ৫৫৮জন তাদের ভোটাধিকার প্রদান করবেন।
জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্যাহ -আল –মোতাহসিম বলছেন, নির্বাচন কমিশনের নির্দেশমত মামলা দায়েরে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র্যা ব, বিজিবি নিয়োগ দেয়া হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে সভা করা হয়েছে।কেন্দ্রে কেন্দ্রে ৮ থেকে ১০জন করে পুলিশ দায়িত্ব পালন করবে। যেসব কেন্দ্র অধিকগুরুত্বপূর্ণ ওইসব কেন্দ্রে অতিরিক্ত আইন শৃংখলা বাহিনীর সদস্য কাজ করবে। থাকবে ষ্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম। ৫ প্লাটুন বিজিবি দায়িত্বে নিয়োজিত থাকবে। প্রায় ২০ জন হাকিমও দায়িত্ব পালন করবেন । আইন শৃংখলা বাহিনী এলাকায় শান্তি বজায় রাখতে নির্বাচনের আগে-পরে কাজ করবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
থানায় অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে পূর্বধলা থানার ওসি মো: তাওহিদুর রহমান বলেন, রিটার্নিং কর্মকর্তা আব্দুল্যাহ -আল –মোতাহসিম স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের বিরুদ্ধে মামলার জন্যে লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা রেকর্ড করা হয়েছে।