পূর্বময় ডেস্কঃ
আগামীকাল রবিবার সারা দেশে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ।জানা যায়, গত ২৪ ও ৩১ মে ১ম ও ২য় প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১ম ও২ য় ধাপেও মহামারিভাবে প্রশ্নফাঁস হয়। পরীক্ষা শুরু হওয়ার আগেই নিয়োগ পরীক্ষার পশ্নপত্র সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা পরীক্ষায় ব্যবহৃত প্রশ্নপত্রের সাথে মিল পাওয়া। ১ম ধাপে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও ২য় ধাপেও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
উক্ত পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্রফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় কমিটি আগামীকাল রবিবার ১২ টার সময় রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে অংশগ্রহণ করবে এবং সেই সাথে সারা দেশে মানববন্ধনের ডাক দিয়েছে। প্রতিটি জেলা,উপজেলা কমিটিকেও নির্দেশ দেন তারা।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে আগামীকাল সারা দেশে মানববন্ধনের ডাক দিয়েছে বাসাছাঅসপ
Date:
Share post: