নকলা প্রতিনিধি ঃ
শেরপুরের নকলায় গত ১০ মে শুক্রবার, কায়দা গোরস্থান ঈদগাঁ মাঠের পশ্চিমে, জমি সংক্রান্ত বিরুধে শফিউল্লাহর স্ত্রী ডলি খানম(২২)কে গাছে বেধে নির্যাতন করেছেন পরিবারের অন্য সদস্যরা। এমন অভিযোগে ডলি খানমের স্বামী শফিউল্লাহ বাদী হয়ে ০৯ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দয়ের করেন।০১জনকে গ্রেফতার করা হয বাকি ০৮জন পালাতক, দাবী বাদী পক্ষের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিডিও ভাইরাল হওয়ায় জেলার নারী নেত্রীবৃন্ধ সহ পুলিশ প্রশাসনের উর্দ্ধত্বন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সত্য উৎঘাটনের মাধ্যমে ন্যায় বিচারের আশ্বাস দেন । ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝির নির্দেশে, ১৩ জুন বৃহষ্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি আলহাজ্ব আক্কাছ আলী ভূইয়া।এ সময় সাথে ছিলেন, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনূল ইসলাম, সিনিয়র সহঃ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এবং জেলা-উপজেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ঘটনাস্থল পরিদর্শন শেষে এডিশনাল ডিআইজি আলহাজ্ব আক্কাছ আলী ভূইয়া গৃহবধু ডলি খানমের সাথে দেখা করেন এবং সব আইনী সহযোগীতার আশ্বাস দেন।