শিমুল শাখাওয়াতঃ
নেত্রকোনার পূর্বধলায় কয়েকদিন ধরে তীব্র তাপদাহ আর গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে আজ বুধবার সূর্যের তাপ আরও বেশি। সূযের্র প্রচন্ড প্রখর তাপে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে পড়ছে।সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া দিনমজুর আর অসুস্থ মানুষ । বেশ কয়েক দিন বৃষ্টি না হওয়া আর প্রচন্ড রোদে ঘর থেকে বের হতে বড় কষ্টের শ্রমিক, দিন মজুরসহ খেটে খাওয়া মানুষগুলো।
সামান্য স্বস্থির জন্য কেউবা ছুটছে গাছের ছায়াতলে আবার সামান্য পুকুরের পানিতেই শীতলতা খুঁজতে চাইছেন স্বস্তী।
উপজেলার হাটকান্দা গ্রামের লিটন মিয়া নামের এক ভ্যান চালক বলেন, প্রচন্ড গরম আর রোদের কারণে বাইরেও যাওয়া খুব কষ্ট হচ্ছে। তারপরও পেটের তাগিদে ভ্যান চালাতে বাধ্য হচ্ছি। কিন্তু কোনো যাত্রীও মিলছে না।
রতন মিয়া নামে এক দিনমজুর বলেন, এই প্রচন্ড গরমে পেটের দায়ে মাটি কাটার কাজ করতে হয়েছে।
পূর্বধলা উপজেলা সদর হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার ডা:আমিনুল ইসলাম বলেন, প্রচন্ড তাপদাহ আর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়ছে জনজীবন। তাই স্যালাইনের সঙ্গে প্রচুর পরিমাণে পরিষ্কার খাবার পানি,শরবত আর ঠান্ডা স্থানে থাকার এবং প্রয়োজনে ২ বার গোসল করার পরামর্শ দেন তিনি।