পূর্বধলা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা কুতুব উদ্দিন (৬২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে।
নিহত কুতুব উদ্দিন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ভবানীপুর গ্রামের মৃত অমিত উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, নিহত কুতুব উদ্দিনের সাথে তারই ভাতিজা মোজাম্মেল, সাত্তার ও সোহাগের পারিবারিক ভাবে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে কুতুব উদ্দিনের সাথে তাদের কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে মোজাম্মেল, সাত্তার ও সোহাগ ক্ষিপ্ত হয়ে তাদের চাচা কুতুব উদ্দিনকে পিটিয়ে আহত করে । বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় কুতুব উদ্দিনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে তিনি মারা যান।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।