সুবিধাবাদী
তন্বী চৌধুরী জয়া
এইবেলা কিনেছি, একখানা চপ্পল
মাথা না ঘামিয়ে, দেবো মুরি কম্বল।
হুটহাট চলে যাবো, দিয়ে হাঁটা বাড়িটায়
রাস্তায় কি হলো, তাতে কি আসে যায়!!
কেনেছি মাথা মোটা, একখানা দেশী রুই
আমি ভাই ঝামেলার তেমন তো, বাবু নই!
ভুরিটা বেড়েছে, তেলে ঝুলে মাংসে,,
হোক যত দেশটা, ছিঁটে ছুঁয়ে পাংশে।
সায় সায় পাতিলেবু সাবু আছে ভুরিতে
ঝোলাপুরে আম নিবো, ফিরি যদি ছুটিতে।।
দেশটাতে কি হলো, তাতে কি আসে যায়?
আমি বাপু আমা ঘিড়ে, আর কিছু নাহি চাই
একদলে কাক ভিড়ে, একখানে মিলে জল
আমি বাপু ভরাপেটে, খেয়ে নেই কিছু ফল।।
একদল মেরেছে, একদল কেঁদেছে, একদল রাস্তায়
আমি নেই কোন দলে, গেঁটে আছি বস্তায়।।
ওর ঘরে চুরি গেলে, আমা তাতে হবে কি
রোজ মোর ভরা প্লেটে, পাতে পরে দেশী ঘি!
ওর ঘরে ছেলেটার, খোঁজ মেলা বড় দায়
রোজ দেই ঘরে তালা, আমার কি আসে যায়??
দলে দলে নামে রোজ, রাস্তায় যোদ্ধা
বলে তাঁরা, নবীনের রসে নাকি বোদ্ধা!!
কার কি এলোগেলো জেনে আর হবে কি?
ব্যাংক আর অফিসেতে বাদ নেই কোন ফি।
টিভি দেখে হেসে মরি, যেন এক সিরিয়াল
কার্টুনে মজে বেশ, খবরটা নাজেহাল।।
হাই তোলে ঘুম ভাংগে, রোজেই সকালে
রমনাতে যাবো আজ, ছুটি পেলে বিকেলে।
আমি বাপু বাবুয়ানা, পা তোলে খাটে রোজ
নিজেরটা বুঝে শোনে, গিলে নেই প্রীতিভোজ।।
যে যাই বলে নিক, দেখে মোর ভুরিটা
আমিতো দূরে আছি, শুধু ছেলে ধরে ছুরিটা।।