ডেস্ক রিপোর্ট:
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন এর এস আর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নওশের আলী ও স্ত্রী মমতাজ বেগম ছেলে মনিরুজ্জামান কে জমি জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বেধড়ক মারপিট করে আহত করে, আহতরা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ সূত্রে জানা যায় ৭ই জুন শুক্রবার সকাল ৯ টার দিকে কৈখালী ইউনিয়ন এর জয়া খালি গ্রামের হযরত আলী গাজী ও আয়ুব আলী এর নেতৃত্বে তার ভায়েরা সহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র দা, লাঠি, লোহার রড, সাবল সহ অন্যায় ভাবে তাদের বাড়িতে বসত ঘরের উঠোনে প্রবেশ করে বেধড়ক মারপিট করে। তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায়। ২২মে ২০১৯ তারিখে ৯৬০ নাম্বার জি,ডি করেন অবসরপ্রাপ্ত শিক্ষক নওশের আলীর পুত্র মোহাম্মদ মনিরুজ্জামান, দীর্ঘদিন যাবৎ চরমভাবে শত্রুতা পোষণ করে আসছিলেন পরিবারটির সাথে। অবৈধভাবে তাদের বসতভিটা ও জমি জায়গা দখলের পায়তারা চালাচ্ছিলেন জানতে পেরে শিক্ষক শিক্ষক তাদের সন্তানদেরকে জানান। কোন সন্তান বাড়িতে না থাকায় তার বড় পুত্র মনিরুজ্জামান শ্যামনগর থানায় লিখিত জি,ডি ও করেন। তারপরও শিক্ষক পরিবারের শেষ রক্ষা হয়নি মার খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে বলে জানান মনিরুজ্জামান।