পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-জারিয়া সড়কে আজ শুক্রবার (৭ জুন) দুপুরে ইজিবাইক ও বাস মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক মিলন মিয়া (২২)নিহত ও আহত হয়েছে আরো চার জন। গুরুত্বে আহত ইউসুফ আলী (৫৫) কে আশংকাজনক অবস্থায় অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে শ্যামগঞ্জ-জারিয়া সড়কে শ্যামগঞ্জ থেকে জারিয়া দিকে একটি বাস যাওয়ার পথে বিপরীত দিকে আসা একটি ইজিবাইক খলিশাপুর বনপাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে চালক মিলন মিয়া (২২) ঘটনাস্থলে মারা যায় ও ইজবাইকে থাকা ৪ যাত্রী আহত হয়।
নিহত মিলন মিয়া দুর্গাপুর উপজেলার কাকৈরগড় গ্রামের রুমালির ছেলে এবং একই গ্রামের ইউসুফ আলী (৫৫) কে মূমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।