পূর্বময় ডেস্কঃ
জাতীয় কবির সমাধিতে ‘ও রমজানেরই রোজার শেষে’ গানের সুরে ঈদ উদযাপন করেছেন দেশের বরেণ্য কবি-সাহিত্যিক-সাংবাদিকবৃন্দ। নজরুল-প্রমীলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত উৎসবে কবি এম আর মনজু, ছড়াকার মানসুর মুজাম্মিল, ডা. এম এ মুক্তাদীর, কলামিস্ট মোমিন মেহেদী, নাট্যকার হানিফ খান, কথাশিল্পী শান্তা ফারজানা, সংগঠক গোলাম মোস্তফা ভূইয়া, কবি সাঈদ জুবায়ের, আবদুস সালাম চৌধুরী, মতিয়ারা চৌধুরী মিনু, এনামুল হক, মনিরুল ইসলাম, জিয়াউদ্দীন বাবলু, বিমল সহা, রিবা, পার্থ কায়সার প্রমুখ লেখা পাঠ ও আলোচনা করেন। সভাপতিত্ব করেন নাট্যকার লুৎফুল আহসান বাবু। ৫ জুন ঈদের দিন বিকেল ৪ টার উৎসবে ডা. এম এ মুক্তাদীর আপ্যাায়নের করান এবং মোমিন মেহেদী ক্রাইম নিউজ-এর ঈদ সংখ্যাা উপস্থিত লেখকদের হাতে তুলে দেন।