পূর্বময় ডেস্কঃ
ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি।এক মাসের রোযা শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরেরদিন ঈদুল ফিতর পালন করে মুসলিমরা। ঈদকে ঘিরে মুসলমানদের মাঝে আনন্দ বিরাজ করছে। শহর ছাড়ছে মানুষেরা। শহরগুলো ফাকা বললেই চলে।ট্রেন,লঞ্চ,বাসে ভিড় বাড়ছে ঈদপ্রেমি মানুষদের।শত কষ্টের মাঝে প্রাপ্তি একটাই নিজ গ্রামে,নিজ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। আজ ৪ জুন মধ্যপাচ্যের অনেক দেশে ঈদ উযাপন করেছে। এদিকে আজ সন্ধ্যায় বসে চাঁদ দেখা কমিটি। প্রথমে চাঁদ দেখা কমিটির সুপারিশে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী প্রেস ব্রিফিং আগামীকাল রোযা রাখার কথা বলেন। পরে বিশ্বস্ত সূত্রে জানতে পারেন দেশের কুড়িগ্রাম,লালমনিরহাটসহ কয়েকটির জেলাতে চাঁদ দেখা গেছে। শরীয়ত মোতাবেক বিবেচনায় চাঁদ দেখা কমিটির সুপারিশে আবার মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী জানান আগামীকাল বাংলাদেশ এ উযাপিত হবে ঈদুল ফিতর। এর মধ্যে সবধরনের প্রস্তুতি সেরে নিয়েছে অনেক ঈদগাহ মাঠ কমিটি।মানুষের নিরাপত্তা নিশ্চিতে থাকবে পুলিশসহ বিভিন্ন বাহিনী। রাজধানীতেও নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।