আসাদ তালুকদারঃ নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের সন্তান আরিফ খান জয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপমন্ত্রী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বাফুফের সহ. সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সময়ে অসময়ে যেমন আলোচিত হয়েছেন, প্রশংসা কুড়িয়েছেন, তেমনি বিভিন্ন সময়ে মিডিয়ার সমালোচনার মুখোমুখিও হয়েছেন।
নেত্রকোণাসদর-বারহাট্টা আসনের সাবেক এই সংসদ সদস্য সাম্প্রতিকসময়ে অনেকটাই আলোচনার বাহিরে।
সম্প্রতি একান্ত স্বাক্ষাতকারে কিছু প্রশ্নের জবাব দিয়েছেন এই প্রতিবেদকের কাছে।
প্রশ্নঃ গত মেয়াদে নেত্রকোণার সংসদ সদস্য হিসেবে আপনি কতটুকু সফল?
উত্তরঃ আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। শুধু সংসদ সদস্য নয় যুব ও ক্রীড়া উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য। নেত্রকোণা সদরের মানুষ স্বাধীনতার পরে প্রথম আমাকে মন্ত্রী হিসেবে পেয়েছিল। আমি তাদের আমার সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টা করেছি, বাকিটা তারাই বিচার করবেন।
প্রশ্নঃ রাজনৈতিক জীবনে আপনার আত্মউপলব্দি কি?
উত্তরঃ সারাজীবন খেলোয়াড় হিসেবে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছি দেশের জন্য, মাঠ পর্যায়ে রাজনৈতিক অভিজ্ঞতা কম ছিল আমার।
প্রশ্নঃ ভবিষ্যত চিন্তা-ভাবনা
উত্তরঃ গত সময়ের ভুলগুলো শুধরাতে আরেকবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে সচেতনতার সাথে দলের তৃণমূল কর্মীদের নিয়ে ভালো কিছু করার আশা রাখি।
প্রশ্নঃ বিভিন্ন সময়ে মিডিয়ার সমালোচনার মুখোমুখি হয়েছেন, এব্যাপারে কিছু বক্তব্য
উত্তরঃ মিডিয়ার সাথে আমি সবসময়ই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছি, কেন জানিনা আমার সাথে এমনটা হয়েছে। ভবিষ্যতে মিডিয়ার সাথে আরো ভালো সম্পর্ক ও পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যাবো।
সবশেষে আসন্ন ঈদ উল ফিতরের শুভেচছা ও মোবারকবাদ রইলো নেত্রকোণাতথা দেশবাসীর প্রতি।