ঝিনাইদহ প্রতিনিধিঃ ইদুল ফিতর উপলক্ষে গরীব দুুুুস্থদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা রোটারী ক্লাব । আজ সকাল ১১ টার সময় কালীগঞ্জ উপজেলা রোটারী ক্লাব উদ্যেগে প্রতি বছর ন্যয় মেইনবাসষ্টান রোডের কার্য্যালয়ে ১শত৫০ জনকে নগদ অর্থ ও ইদ সামগ্রী বিতরন করা হয় । রোটারী ক্লাব কালীগঞ্জ শাখার সভাপতি নাজমুল হুদা ডিলাকস সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্তিত ছিলেন জোন-১৮ পে অর্ডিনেটর গিয়াসউদ্দীন খান ডাবলূ । যশোর ইউনিট গভর্নর মুরাদ হোসেন , কালীগঞ্জ উপজেলা শাখা সাধারন সম্পাদক অধ্যাপক মসিউর রহমান , আর টিভি জেলা প্রতিনিধি শিপলু জামান. বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ মিয়া , প্রমুখ ।
ঝিনাইদহের কালীগঞ্জে রোটারী ক্লাবের উদ্যেগে দুুুুস্থদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ
Date:
Share post: