নকলা প্রতিনিধি ঃ সাংবাদিক ইহসান রেজা ফাগুনের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে আজ সকাল ১১টার দিকে শেরপুরের নকলা হল চত্তর মোড়ে এক মানব বন্ধনের আয়োজন করেন নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং সচেতন নাগরিক মহল। শিক্ষকও সাংবাদিক মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। মানব বন্ধনে ফাগুনের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করা হয়।