পূর্বময় ডেস্ক ঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি( বিউবো ডিপ্রকৌস) এর উদ্যোগে “বিতরন ব্যবস্থা ও গ্রাহক সেবার মানোন্নয়নে প্রিপেইড মিটারের ভূমিকা” শীর্ষক আলোচনা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ২৬ মে’১৯ তারিখে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌঃখালেদ মাহমুদ,বিশেষ অতিথি হিসাবে ছিলেন সদস্য, (প্রশাসন/পিএন্ডডি/কোম্পানী এ্যাফেয়ার্স/বিতরন),এবং আইডিইবির সভাপতি জনাব একেএমএ হামিদ এবং বিউবো ডিপ্রকৌস এর প্রধান উপদেষ্টা ও বিদ্যুৎ সেক্টরস ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স ফেডারেশনের আহবায়ক জনাব মোঃফজলুর রহমান খান।মহাব্যবস্থাপক(বাণিজ্যিক পরিচালন),প্রধান প্রকৌশলী( পূর্ত কর্ম), কন্ট্রোলার অব এ্যাকাউন্টস,জিএম(ট্রেনিং), সিএসও টু চেয়ারম্যান, পরিচালক, জনসংযোগ পরিদপ্তর,নির্বাহী প্রকৌশলী, পূর্ত নির্মান বিভাগ-২,বিউবো,ঢাকা এবং বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মহাব্যবস্থাপক, বানিজ্যিক পরিচালন জনাব মোঃ কাউছার আমির আলী পেপার উপস্থাপনা করেন।বিউবো ডিপ্রকৌস, ঢাকা শাখার সভাপতি ও অনুষ্ঠান আয়োজনের আহবায়ক জনাব মোঃআবুল খায়ের শুভেচ্ছা বক্তব্যে সকলকে ধন্যবাদ প্রদান করেন।সফলভাবে অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিউবো ডিপ্রকৌস এর বিতরন ব্যবস্থা ও গ্রাহক সেবার মানোন্নয়নে প্রিপেইড মিটারের ভূমিকা” শীর্ষক আলোচনা
Date:
Share post: