আসাদ তালুকদারঃ সোমবার(২৭ মে) নেত্রকোণার আটপাড়ায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে রবিউল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়।
রাত ৮টার দিকের উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর পূর্বপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
নিহত রবিউল উপজেলার মোবারকপুর পুর্বপাড়া গ্রামের আকেব আলীর ছেলে। আহতরা হচ্ছে একই গ্রামের আলমগীর (১৮) ও হাসান (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মোবারকপুর পুর্বপাড়ায় সোমবার রাতে পল্লী বিদ্যুতের তারের উপর সুপারী গাছ পড়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা বিদ্যুৎ অফিসে খবর দেয় এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে পল্লী বিদ্যুতের লোকজন এসে স্থানীয়দের সহায়তায় সুপারী গাছ সড়ানোর চেষ্টা চালায়। এসময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে যায়। এতে রবিউলসহ আরো তিন মারাত্মকভাবে আহত হয়।
পরে এলাকাবাসী দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষনা করেন।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন বিষয়টি ফোনে নিশ্চিত করেছেন।