পূর্বধলা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় আজ রবিবার (২৬ মে) বিকেলে পালিশের মা (৯০) নামের এক বৃদ্ধা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার খলিশাউর ইউনিয়নের ধারা-জাওয়ানী গ্রামের মৃত কুদরত আলীর স্ত্রী।
জানাযায়, পালিশের মা তার ছেলে আকবর আলীর স্ত্রী, নাতী ও নাত বউদের নিয়ে জাওয়ানী গ্রামে একান্নভূক্ত পরিবারে বসবাস করতেন। হঠাৎ রবিবার বিকেলে তিনি সবার অজান্তে নিজ ঘরের আড়ায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল হক জানান, পালিশের মা দীর্ঘ দিন যাবত কিছুটা মানসিক বিকারগ্রস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে মানসিক বিকারগ্রস্থতার কারনেই তিনি আত্মহত্যা করেছেন।