নিজস্ব প্রতিবেদক: পূর্বধলা সদর উপজেলার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ মে) রবিবার বিকালে মঙ্গলবাড়িয়ায় পূর্বধলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় সহস্রাধীক দলীয় নেতাকর্মীর উপস্থিতি ছিল।
১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, বর্তমান উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবলীগের বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম সুজন।
তিনি তার বক্তব্যে বলেন, আসুন সিয়াম সাধনা করে প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন আমাদের এ শক্তি ও সাহস অব্যাহত রাখেন। পবিত্রতা, সততা, সাহসিকতা ও দেশপ্রেম নিয়ে যেন আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারি । যেন ৩০ লাখ শহীদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করতে পারি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। জনগণের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীরা অতীতে ধর্মের নামে তান্ডব চালিয়েছে, ধর্মকে ঢাল বানিয়ে বাধাগ্রস্ত করেছে। কোনো অপকর্ম ইসলাম সমর্থন করেনা। ইসলাম কল্যাণের ধর্ম। তিনি প্রকৃত আ’লীগের কর্মীদের একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে আ’লীগকে আরো শক্তিশালী ও গতিশীল করার অভিব্যক্তি প্রকাশ করেন।
সর্বশেষে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লংঘনের কারণে আমাদের এই উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন। ১৮ জুন ২০১৯ এই নির্বাচনের পুনঃ তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে স্বাধীনতা, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশী শক্তিশালী করার আহবান জানান।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আজকের আরবানের সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, জেলা পরিষদের সদস্য মাজহারুল ইসলাম রানা, জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম নান্টু, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আইয়্যুব আলী, আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দীন আহমেদ, যুবলীগ নেতা বকুল, কায়সার, আকায়েদুল, দীদার, লুৎফর প্রমুখ।