শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে খোলা মাঠের রাস্তার ধারে নিজের কষ্টে অর্জিত টাকা হতে একটি নলকুপ স্থাপন করে অসামন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আবুল কাশেম নামের এক হতদারিদ্র কৃষক।
গতকাল সকালে তিনি উপজেলার বহিরগাছি গ্রামের শ্মশান মাঠে শফিকের জমির পাশে রাস্তার ধারে এই নলকুপ স্থাপন করেছেন। যা এলাকায় সকলের মুখে মুখে ব্যপক আলোচিত হচ্ছে। সকলে বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। হতদারিদ্র কৃষক আবুল হোসেন উপজেলার বহিরগাছি গ্রামের আলী আহম্মদের ছেলে।
জন্মের পর হতে বাবার অর্থিক সমস্যার কারনে লেখা পড়া শেখা হয়নি তার।এ বাড়ি ও বাড়ি কাজ করে তার বেড়ে ওঠা।প্রাথমিক জ্ঞান না থাকলেও বিবেকের জ্ঞান তার সমূজ্জল।
ছেলে-মেয়েসহ সংসারে ঘানি তার কাধে। জমি বলতে মাথা গোজার ঠাই টুকু। পরের জমি বর্গা চাষ করে করে কোন রকম সংসার তার চলে।
হতদারিদ্র কৃষক আবুল হোসেন জানান, বৃক্ষহীন বিস্তৃন্ন খোলা মাঠে প্রচন্ড রোদে কাজ করতে কৃষকরা পানির পিপাসা পায়।
কেহ কেহ পানির পিপাসা হঠাৎ করে মাঠিতে লুটিয়ে পাড়ে। গত ইরি ধান লাগানোর পরে মাঠে প্রচন্ড রোদে কাজ করতে গিয়ে গ্রামের আমের আলী নামের এক কৃষক ষ্টোক করে। হাতে কাছে পানি না থাকায় অনেক দুরে দৌড়ায়ে গিয়ে পানি আনতে হয়। এ বিষয়টি আমার খুব মনে লেগেছে।
তাই নিজ উপলব্ধি থেকে বর্গ চাষের ২ বিঘা জমি থেকে যে ধান পেয়েছিলাম তার একটি অংশ জমির মালিকের দিয়ে বাকী ধান থেকে ১৫ মন ধান বিক্রয় করে কৃষক, শ্রমিকসহ সর্ব সাধারনের জন্য নলকুপ স্থাপন করলাম।
দারিদ্র কৃষকের খোলা মাঠে নলকুপ স্থাপনের বিষয়ে রাখালগাছি ইউনিয়নের ০৪নং ওয়াডের্র ইউপি সদস্য ইজ্জত আলী বলেন, বিষয়টি তিনি জেনেছেন। এটি একটি ভাল উদ্যোগ এধরনের সেবামুলক কাজে সমাজের সর্ব স্তরের লোকজনকে এগিয়ে আসা উচিত।
রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু বলেন, এঘটনার পর আমি তাকে ডেকে এধরনের মহতি কাজের জন্য ধন্যবাদ দিয়েছি। তিনি আরো বলেন, রাখালগাছি ইউনিয়নের প্রতিটি খোলা মাঠে কৃষকদের কথা চিন্তা করে নলকুপ স্থাপনের পরিকল্পনা ইউনিয়ন পরিষদের আছে।