লালমোহাম্মদ, শেরপুরঃ
শেরপুর জেলার নকলা নালিতাবাড়ী বাড়ী উপজেলার সংসদীয় নির্বাচনী। নকলা উপজেলার উপর দিয়ে নালিতাবাড়ী সীমান্তবর্তী দূরপাল্লার পরিবহন চলে। এই দূরপাল্লার হাইওয়ে সড়ক পথে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন ও নকলা উপজেলার ধনাকুশা ইউনিয়নের সংযোগ স্থল একটি গেইট নির্মান করা হয়েছে স্থানীয় সরকারের এল জি এস পির অর্থায়নে। এই গেটে বাটা জুতা কোম্পানী জুতার বিজ্ঞাপনী বিলবোর্ড স্থাপন করে যাত্রী সহ দুই উপজেলা বাসীর প্রতি অসম্মান জনক আচরন করেযাচ্ছে বলে দাবী জানিয়েছ যোগানিয়া ইউনিয়নের সচেতন নাগরিকগন।স্থানীয় জনগন অতিদ্রুত উক্ত জুতা প্রদর্শিত বিলবোর্ড অপসারনের দাবী করেছেন নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে।
বাটাজুতা কোম্পানীর রুচিবোধের প্রতি ঘৃনা, জুতা প্রদর্শিত বিলবোর্ড অপসারনের দাবী
Date:
Share post: