আসাদ তালুকদারঃ বৃহস্পতিবার(২৩ মে) মোহনগঞ্জ থেকে নালিতাবাড়ী নৌপথের খনন কাজের শুভ উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
পূর্বধলা উপজেলার জারিয়া কংস নদী থেকে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন পূর্বধলা আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, কলমাকান্দা-দূর্গাপুর আসনের সংসদ সদস্য মানু মজুমদার, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, জেলা প্রশাসক মঈন উল ইসলাম, জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরীসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
অভ্যন্তরীণ নৌরুটে ৫৩ টি ক্যাপিটাল ড্রেজিং (১ ম পর্যায় ২৪ টি নৌরুট) শীর্ষক প্রকল্পের আওতায় ১৪০ কোটি টাকা ব্যয়ে মোহনগঞ্জ -নালিতাবাড়ী রুটে ১৫৫ কিলোমিটার নৌপথের এ কার্যক্রম চলবে।