লালমোহাম্মদ নালিতাবাড়ীঃ
শেরপুরের নালিতাবাড়ীতে খাদ্যগুদাম থেকে ফেরৎ দেওয়া ২১ টন ৭শত বস্তা চাউল আটক হওয়ার পর আজ বৃহস্পতিবার টানা দিন ব্যাপী উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে চলে দরবার। দরবারের তথ্য আটক করা চাউল ১০ টাকা কেজির না। তবে নিম্ন মানের।
আওয়ামী লীগ নেতা গোপল চন্দ্র সরকারের ছোট ভাই শহরের গৌতম চন্দ্র সরকার বিজয় চালকল মালিক সরকারী খাদ্যগুদামে চলতি বোর মৌশুমে চাউল সরবরাহ করার চুক্তি বদ্ধ হয়। ৭ শত বস্তায় ২১ টন চাউল ট্রাকে করে নালিতাবাড়ী খাদ্যগুদামে পাঠায়। খাদ্যনিয়ন্ত্রক ও খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা পুরাতন চাউল বলে ফেরত দেয়।
ওই ট্রাক ভর্তি চাউল ফেরৎ নেওয়ার পথে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ও পৌরমেয়র আবুবক্কর সিদ্দিক সহ সাধারন জনতা উপজেলা সদর গেইটে আটক করেন। আটকের পর বৃহস্পতিবার দিন ব্যাপী চাউল নিয়ে চলে দরবার। চাউল কল মালিক গৌতম দাবী করেন এই চাউল তার মিলের উৎপাদিত বলে আটক কৃত চাউল উদ্ধারের চেষ্ঠা করেন। চাউলের আটক করা ট্রাক সারাদিন উপজেলা প্রাঙ্গনে জব্দ থাকে। চলে টানা দরবার, খবর পেয়ে ছুটে আসে সাধারন জনতা। ভীরজমে উপজেলা প্রাঙ্গনে। কিছুটা উত্তেজনা দুপুরে কিছু টা উত্তেজনার মূর্হুতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অফিসার উপজেলার ২য় তলা থেকে নামার সময় জনসাধারনের চাপে পড়ে গিয়ে ব্যাথা পায়। তাকে মারধর করা হয়েছে বলে উত্তজেনার পরিস্থিতি হলে। পুলিশ প্রশাসন তাৎক্ষনিক নিয়ন্ত্রণ করেন। বিকেল নাগাত চলে দরবার। দরবারে খাদ্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তাদের ডেকে চাউল গুলি ১০ টাকা কেজির হতদরিদ্র জনগোষ্ঠির বরাদ্দ কৃত চাউল কি না? নিশ্চিত হতে চায়। শেষ পযর্ন্ত খাদ্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা মতামত দেন। আটক কৃত চাউল। সরকারী ১০ টাকা কেজির না, তবে নিম্ন মানের।
এব্যাপারে চালকল মালিক গৌতম চন্দ্র সরকার গতকাল সাংবাদিকদের জানিয়েছিলেন — আমি চুক্তি মোতাবেক গুদামে চাউল পাঠিয়েছি, চাউলের রং একটু খারাপ ছিল স্বীকার করে জানান এই চাউল সরকারী ১০ টাকা কেজির না এবং পুরাতন চাউল না।
গতকাল বুধবার ২২ মে নালিতাবাড়ী খাদ্যগুদাম থেকে ফেরৎ যাওয়ার পথে সরকারী ১০ টাকা কেজির চাল সন্দেহে উপজেলা ও পৌরসভার কর্তা ব্যক্তি ও জনতা আটক করে।
আটক কৃত চাউল চাউল কল মালিক গৌতম সরকারকে ফেরত দেওয়া হয়েছে। এদিকে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল কাদির তাকে মারপিটের অভিযোগ এনে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
নালিতাবাড়ীতে আটককৃত চাউল ফেরত পেল মালিক চাউল নিম্ন মানের ১০ টাকা কেজির নয়
Date:
Share post: