বাবলী আকন্দ ঃ দেশের মর্যাদা বৃদ্ধি পেলে নিজেদের মর্যাদাও বৃদ্ধি পাবে। আবার নাগরিক উন্নয়ন না হলে দেশ উন্নয়ন সম্ভব নয়। তাই প্রত্যেকের নিজ নিজ নীতিমালা অনুযায়ী কাজ করার প্রয়োজন। বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ৪র্থ সভার সভাপতিত্বে এ কথা বলেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। এসময় তিনি শিশুশ্রম নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সহযোগিতার আহবান জানান।
ময়মনসিংহ বিভাগের শিশুশ্রম নিরসনের লক্ষ্যে ময়মনসিংহ জেলার সকল উপজেলায় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলায় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পড়ালেখার মাধ্যমে শিশুশ্রমিকদের পুনর্বাসিত করার জন্য সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনায় সভায় নির্দেশ দেয়া হয় এবং তার কার্যক্রম অব্যাহত আছে।
যেকোন তথ্য, অভিযোগ জানাতে শিশুশ্রম, শিশু বিষয়ক হেল্পলাইন ১০৯ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের টোল ফ্রি হটলাইন নম্বর ০৮০০৪৪৫৫০০০ থেকে পরিবর্তিত নম্বর ১৬৩৫৭ এ যোগাযোগ করা যাবে।
ময়মনসিংহ বিভাগের ৩৮ টি ঝুকিপূর্ণ সেক্টরের ২০১৮-২০১৯ অর্থ বছরের অটোমোবাইল ওয়ার্কশপ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও লেদ মেশিন, সোনার দ্রব্যাদি বা ইমিটেশন বা চূড়ি তৈরীর কারখানা সেক্টরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ময়মনসিংহ এর কর্মকর্তাদের জরিপের মাধ্যমে প্রাপ্ত মোট শিশুশ্রমের সংখ্যা ২১৩ ছিল। এদের মধ্যে মোট ২৪ টি উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে শিশুশ্রম নিরসন করা হয়েছে ৯৮ টি এবং মোট ১৩ টি মামলা হয়েছে। এর মধ্যে শিশুশ্রম নিরসন টিম ০২ এর অধীনেই ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া ও ভালুকা,জামালপুর জেলার সদর উপজেলা এবং নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলায় অটোমোবাইল ওয়ার্কশপ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও লেদ মেশিন, সোনার দ্রব্যাদি বা ইমিটেশন বা চূড়ি তৈরীর কারখানা সেক্টরে মোট ১০ টি মামলা দায়ের করা হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ময়মনসিংহ এর কর্মকর্তাদের তথ্যমতে নির্মাণ কাজে কোন শিশুশ্রমিক পাওয়া যায় নি।
ইট বা পাথর ভাঙা, ওয়েলডিং বা গ্যাস বার্নার, ট্রাক বা টেম্পু বা বাস হেল্পার এবং বিষ্কুট বা বেকারি কারখানার কাজের এ ৪ টি ঝুকিপূর্ণ সেক্টরে শিশুশ্রম নিরসনের জন্য কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে শিশুশ্রম মুক্ত করার কথা ঘোষণা করেছে সরকার। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ময়মনসিংহ এর উপমহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষসহ অন্যান্য কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিবৃন্দ।