ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর মাদ্রাসার ছাত্রী ধর্ষণ মামলার আসামী আলামীন আত্নসমর্পন করেছে। শনিবার (১৮ মে) রাতে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার, ইউপি চেয়ারম্যান আযুব হোসেনের উপস্থিতে পরিবারের লোক জন আইনের প্রাতি শ্রদ্ধাশীল হয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন। ধর্ষক আলামীন উপজেলার খালকুলা গ্রামের ক্যাপ্টেনের পুত্র।
উল্লেখ্য, গত (১০ মে) শুক্রবার দিবাগত রাতে উপজেলার কোলা দাসপাড়ায় গ্রামের মাঠে দশম শ্রেনীর এক মাদ্রাসার ছাত্রী ধর্ষনের শিকার হন। এরপর রাতভর তাকে ধর্ষন শেষে হাত পা বেধে ফেলে রেখে যায়। পরেদিন শনিবার সকালে হাত পা বঁাধা অবস্থায় স্থানীয়রা একটি ধান ক্ষেতে থেকে ওই ধর্ষিতা মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনার পর ধর্ষিতার বাবা-মা গত শনিবার (১১ মে) দুপুরে মেয়েকে নিয়ে কালীগঞ্জ থানাতে এসে অভিযুক্ত আলামীনসহ অজ্ঞাত আরো এক জনের নামে একটি অভিযোগ দায়ের করেছে। কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান,
দীর্ঘ ৮ দিন পালিয়ে থাকার পর গত শনিবার (১৮ মে) রাতে পরিবারের লোক জন আইনের প্রাতি শ্রদ্ধাশীল হয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন।
ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী আলামীন এর আত্নসর্মপন
Date:
Share post: