শিমুল শাখাওয়াতঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ধান বাজারে আজ নিটল-নিলয় এক্সপ্রেস এর টাটা গাড়ীর শোরুম উদ্বোধন করেন মেসার্স কামরুজ্জামান মটরস এর কর্ণধার এমডি কামরুজ্জামান খান (উজ্জল)।
কামরুজ্জামান খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুর রহমান খান, সাবেক অধ্যাপক শ্যামগন্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মশিউর রহমান সি.সি.আর. কো-অর্ডিনেটর নিটল মটরস লিঃ, এম আর মাসুম, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন, ওসমান গণি সুমন প্রভাষক, মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজ ময়মনসিংহ,, ইকবাল তালুকদার, খাইরুল খান,ত্বনয়, নাদিম সরকার,এনামুল হক সহ আরো অনেকেই।
কামরুজ্জামান মটরস এর কর্ণধার এমডি কামরুজ্জামান খান (উজ্জল) বলেন, নিটল-নিলয় এক্সপ্রেস এর টাটা গাড়ী সর্বনিম্ন ডাউন পেমেন্ট(১,৫০,০০০/রেজিস্টেশন কাগজ পত্র সহ) সহজ কিস্তিতে জনগন নিতে পারবে। গাড়ীর কাগজ পত্র আপডেট থাকার কারনে শোরুম থেকে গাড়ী নিয়েই ট্রিপ ধরতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই কামরুজ্জামান মটরস এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।