আসাদ তালুকদারঃ নেত্রকোণায় দীর্ঘদিন ধরে কিডনী রোগে আক্রান্ত হতদরিদ্র পরিবারের আড়াই বছরের শিশু মোস্তাকিম। নেত্রকোণাবাসীর সকলস্তরের মানুষের সহযোগিতায় সংগ্রহ করা নগদ ৭৫,০০০ টাকা ও একটি অটো রিক্সা রবিবার হস্তান্তর করা হয়েছে।
ররিবার (১৯ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে শিশুটির বাবা-মার হাতে নগদ টাকা ও অটো রিক্সা হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ নেত্রকোনা জেলা শাখার সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, ডাঃ হাবিবুর রহমান (লাভলু), মহিলা আওয়ামীলীগ নেত্রকোনা জেলা শাখা সাংগঠনিক সম্পাদক শায়লা আক্তার রুবি, ছাত্রলীগ নেতা সোবায়েল আহম্মেদ খান, ছাত্রলীগ কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিন্ট সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, তিন বছরে শিশু মোস্তাকিম । প্রায় দুই বছর যাবৎ কিডনি রোগে ভুগছে, তার অপারেশনের জন্য ১ লাখ টাকার প্রয়োজন। মোস্তাকিম নেত্রকোণার জেলা দক্ষিণ বিশিউড়া গ্রামের ইমন মিয়ার ছেলে। তিনি ময়মনসিংহ শহরে ছোট একটি চায়ের দোকান চালান। অভাবের সংসারে ২ বছর ধরে চিকিৎসার খরচ চালিয়ে আজ নিঃস্ব ইমন মিয়া।