নেত্রকোণা প্রতিনিধিঃ শনিবার(১৮ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের নিয়মিত বাজার অভিযানে খালিয়াজুরী উপজেলার লিপসিয়া বাজার এলাকায় নিয়মিত বাজার অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশ আর খাদ্য পণ্যে নিষিদ্ধ হাইড্রোজ মিশ্রিত করার অপরাধে গাউসিয়া মর্তুজা ভান্ডারী হোটেল এবং ভুট্টু মিয়ার হোটেলকে যথাক্রমে ১০০০০ টাকা ও ৮০০০ টাকা এবং শাহীন ব্রাদার্সকে খাবার অনুপযোগী রংযুক্ত আইসক্রিম বিক্রির জন্য ১০০০০ টাকা করে সর্বমোট ২৮০০০ টাকা জরিমানা করা হয়। পরে আইসক্রিমসমূহ ধ্বংস করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ আলমের সঙ্গে ছিলেন নেত্রকোণা জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, খালিয়াজুরী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফজলুল হক এবং নেত্রকোণা জেলা পুলিশ লাইনের সদস্যবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিল জেলা প্রশাসন, নেত্রকোণা এবং উপজেলা প্রশাসন, খালিয়াজুরী ।