ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর একটি ওয়ার্ডে ইভিএমএ মেশিনে দুর্নীতির অভিযোগ তুলে পুনরায় ভোটের দাবি করেছেন একটি পক্ষ।
এ দাবিতে তারা গত মঙ্গলবার বিক্ষোভ শেষে রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক এবং নির্বাচন কমিশনে বরাবর স্মারকলিপি দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে এ বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন ২ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর পদপ্রার্থী এম এ মতিন ও সাব্বির হোসেন বিল্লাল।
এর আগে নগরীর ২ নম্বর ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়। সেখানে সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিক্ষোভকারীরা নির্বাচন বাতিলের দাবি করে ভোট কারচুপির অভিযোগে শ্লোগান দেন।
পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেনের মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২ নম্বর ওয়ার্ডে ইভিএম-এ ব্যাপক দুর্নীতির মাধ্যমে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হয়েছে।
ভোট চলাকালে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা কাউন্সিলর প্রার্থী গোলাম রফিক দুদুর পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে তিনটি কেন্দ্রের এজেন্টদের বের করে দিয়ে ইচ্ছামতো ফলাফল প্রকাশ করেন বলেও অভিযোগ করা হয়।
ফলাফল শিটে ফ্লুইড ব্যবহার এবং ওভাররাইটিং করে দুদুর পক্ষে ফল প্রকাশ করেছে উল্লেখ করে তারা এ ঘোষিত ফলাফল স্থগিত করে অবিলম্বে পুনর্নির্বাচন দাবি করেন।
গত ১২ মে অবৈধ লেনদেনে ও ভোট কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচন দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নগরীর ৪ নম্বর ওয়ার্ডের পাঁচজন কাউন্সিলর পদপ্রার্থী।