নেত্রকোণা প্রতিনিধিঃ বুধবার(১৫ মে) বারহাট্টা উপজেলার বারহাট্টা ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন কর্তৃক সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলীর উপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আবুল হাসানসহ সংগঠনটির নেতাকর্মীরা।
বক্তারা সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী শাকিরুল ইসলামের উপর হামলার বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত ২রা মে প্রকৌশলী শাকিরুল ইসলামের উপর হামলা করেন বারহাট্টা ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন।