নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বৃকালিকা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে দরিদ্র মুদির দোকানদার ডালিম মিয়া । গত রবিবার (১২মে) রাত ১২ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সরকারী নাম্বারে ফোন করে এবং আমাদের প্রিয় নেত্রী সেই ফোন ধরেন, বলেন কে? ডালিম বলে, স্যার আমি ডালিম। আমি দীর্ঘদিন দিন আওয়ামীলীগ করি । নিজের রিকশায় নৌকার ভোট চাই । খসরু সাহেবের নির্বাচনের মিটিং করছি। ভোট চাইছি। প্রধানমন্ত্রী বলেন ধন্যবাদ, ধন্যবাদ । দুইবার ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন তোমার জীবিকা কিভাবে চলে? ডালিম বললেন ছোট্টখাট্টো একটা দোকান দিয়ে কোনরকম চলে মাত্র। তখন ডালিমের জীবিকা নির্বাহের জন্য একটি দুধের গাভী এবং একটি ইজিবাইক (মিশুক) প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার (১৪মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের মাধ্যমে নেত্রকোনা জেলার ডালিমকে একটি ইজিবাইক (মিশুক), একটি গাভী এবং গাভীর পরিচর্যার জন্য নগদ ৫০০০/- (পাঁচ হাজার) টাকা হস্তান্তর করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মঈনুল হক কাশেম, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, সহকারী কমিশনার (ভূমি), বারহাট্টা থানার অফিসার ইনচার্জ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদিরসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে জনাব ডালিম অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রাণখুলে দোয়া করেন।