পূর্বময় ডেস্কঃ
ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ধান ছিটিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিও জানায় সংগঠনটির নেতারা।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, এ দেশের অর্থনীতি যে কৃষির ওপর দাঁড়িয়ে আছে, সেই দেশের কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাচ্ছে না। কৃষকরা এ দেশের অর্থনীতির চালিকাশক্তি।
তাদের ধানের ন্যায্যমূল্য যদি না দেওয়া হয়, তাহলে তারা কৃষি থেকে মুখ ফিরিয়ে নেবে। সেটি রাষ্ট্রে জন্য ভয়ঙ্কর হবে। কৃষকদের ধানের ন্যায্য দাম দেওয়ার জন্য একটি তদারকি সেল গঠন করার দাবি জানান তিনি।
টাঙ্গাইলের কালিহাতীতে ধানের দাম না পেয়ে ফসলের ক্ষেতে কৃষকের আগুন ধরিয়ে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, টাঙ্গাইলে কৃষকরা ধান পুড়িয়ে দিচ্ছে। আজ এই ক্ষোভ কেন? প্রতি মণ ধান উৎপাদনে কৃষকের খরচ হচ্ছে ৭৫০ টাকা, সেই ধান বিক্রি করতে গিয়ে মণপ্রতি তাদের লোকসান হচ্ছে ২০০ টাকা। কৃষকরা প্রতি বছর ক্ষতির শিকার হচ্ছে। কৃষি মন্ত্রণালয় কী করছে?
কৃষকের ধানের ন্যায্য দামের দাবিতে আগামীকাল সারা দেশের জেলা পর্যায়ে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে মানববন্ধন কর্মসূচি দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।