সালমান শাহ ঃ কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ঢাকসুর ভিপি ও সংগঠনের অন্যতম আহ্ববায়ক নুরুল হক নুরু সংগঠনটিকে নতুনভাবে গড়ার উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় গতকাল ময়মনসিংহ দারুচিনি রেস্টুরেন্ট এ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ময়মনসিংহ শাখা কর্তৃক মিলনমেলা,নবীনদের পরিচিতি পর্ব ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্ববায়ক হাসান আল মামুন, রাদেশ, ফারুক,মশিউর,সোহরাব,রাতুল সরকার, সোহেল, নুৎফরনেসা,মাহ্ফুজুর রহমান,নাহিদুর ইসলাম নাহিদসহ অনেকেই এবং ময়মনসিংহ কমিটির আহ্ববায়ক ও যুগ্ম আহ্ববায়ক ও নবীন সদস্যবৃন্দ। প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।পরে নবীনরা তাদের পরিচয় তুলে ধরেন।
বক্তব্যের এক পর্যায়ে কেন্দ্রীয় কমিটির মশিউর বলেন ” আমাদের দেশ সিঙ্গাপুর তখনই হবে যখন আমাদের নেতা সিঙ্গাপুর নেতাদের মত হবে,আজকের সোনার বাংলাদেশ গঠতে আমরা মিলিত হচ্ছি”। এটিএম সোহেল বলেন “যদি তোর ঢাক শুনে সবাই আসেরে তাহলে পিছাবো কেন রে?”। সংগঠনের অন্যতম নেতা রাশেদ খান বলেন “ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীমুখো না হওয়াই নুর, মামুন,রাশেদ, ফারুক,মশিউর,সোহরাব,রাতুলদের জন্ম হয়েছে,বাংলাদেশের যা কিছু করতে পারে তা তরুণরাই করতে পারে। আমরা চাই রাষ্ট্রকে মেরামত করতে, আমরা স্বপ্ন দেখবো সোনার বাংলাদেশ গড়ার”।সংগঠনের আহ্বাবায়ক হাসান আল মামুন বলের “নেতা হতে আসি নাই মানুষের কথা বলতে এসেছি,বৈষম্যহীন সোনার বাংলাদেশ তৈরী করতে এসেছি”। এছাড়াও তাদের সাথে ঘটে যাওয়া নির্মম নির্যাতনের কথা তুলে ধরেন সবার কাছে। কেন্দ্রীয় কমিটি আদেশমত কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ময়মনসিংহ কমিটি শাখার আহ্ববায়ক ও সদস্যবৃন্দ।