পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় হিরা মিয়া (৪৫) ও সাব্বির হোসেন (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবাসহ আটক করেছে নেত্রকোনা ডিবি পুলিশ।
শনিবার (১১-০৫-২০১৯) উপজেলা সদর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত হিরা মিয়া উপজেলা সদরের মৃত লালমিয়ার ছেলে ও সাব্বির হোসেন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুনইকান্দা গ্রামের শামছুল ইসলামের ছেলে।
নেত্রকোনা ডিবি’র ওসি শাহ নুর এ আলম জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মাহমুদুল হাসান তৎসঙ্গীয় ফোর্স নিয়ে ৩০ পিস ইয়াবাসহ হিরা মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করে।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।