স্টাফ রিপোর্টার ঃ গত ৫ মে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে গেল ময়মনসিংহ সিটি করপোরেশন এর নির্বাচন। ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ঠেলাগাড়ি প্রতীকের লাল মিয়া লাল্টু, টিফিন ক্যারিয়ার প্রতীকের দিদারুল ইসলাম ভুঁইয়া দিদার, ঘুড়ি প্রতীকের মোঃ ইদ্রিস আলী ও রেডিও প্রতীকের মোঃ জাহাঙ্গীর আলম ইভিএম পদ্ধতি পরিচালনাকারীদের বিরুদ্ধে গতকাল ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট কারচুপি ও সেখানে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করেন।
তাঁরা বলেন, ভোট গ্রহণ চলাকালে ২১ নং ওয়ার্ডের ইভিএম মেশিন নষ্ট হয়ে যায় এবং কাউকে অবগত না করেই মেশিন পরিবর্তন করা হয়। মৌখিকভাবে তাঁরা আরও জানান, অনেক ভোটার সঠিকভাবে বুঝে উঠতে পারেনি কিভাবে ভোট প্রদান করবেন। অনেকের বৃদ্ধাঙ্গুলির ছাপ নিয়ে সনাক্তকরণ করার পর ভোট প্রদান না করেই দাঁড়িয়ে থেকে চলে গেছেন। সেই ভোটগুলো পরবর্তীতে কি করে কাষ্ট হলো সেটাও সন্দেহজনক। সেইসাথে ভোটের ফলাফল প্রকাশের পূর্বমুহুর্তে ২১ নং ওয়ার্ডের ২টি কেন্দ্রের এজেন্টদেরকে বের করে দেয়া হয় এবং ১ ঘন্টা পর রুমে ঢুকিয়ে ফলাফল ঘোষণা করা হয়। এক্ষেত্রে নির্বাচন কমিশন অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় ২১ নং ওয়ার্ডের ভোট প্রত্যাখ্যান ঘোষণা করে পুনরায় ভোট গ্রহণের দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন লাল মিয়া লাল্টু, দিদারুল ইসলাম ভুঁইয়া দিদার, মোঃ ইদ্রিস আলীসহ অন্যান্য কর্মীবৃন্দ।