মোঃ নজরুল ইসলামঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার অন্তর্গত মৌদাম বাজার এলাকাটি একটি জনবহুল ও বানিজ্যিক সূত্রে ব্যবসায়ীক এলাকা।উপজেলা সদরের পূর্বধলা বাজারের পরে দ্বিতীয় সারিতে মৌদাম বাজার।সপ্তাহন্তে তিন দিন হাট বসে এ বাজারে, এবং প্রতিটি হাটে হাজার হাজার লোকের সমাগম হয়, হাট বার ছাড়াও প্রতিদিন আশে পাশের ছয় সাতটি গ্রাম থেকে মানুষ আসে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র এবং বর্তমান ডিজিটাল যুগে সবচেয়ে গুরুত্বপূর্ন যোগাযোগের অন্যতম মাধ্যম গ্রামীনফোন,বাংলা লিংক,এয়ারটেলের ফ্লেক্সিলোড,ইন্টার নেট সংগ্রহ সহ বিকাশ শিউর ক্যাশ, রকেট -র মাধ্যমে টাকা লেনদেন করে এলাকার ছয় সাতটি গ্রামের প্রায় প্রতিটি মানুষ। মোবাইল ফোনের সাথে জড়িত নয় এমন লোক বর্তমান সময়ে প্রায় নাই বললেই চলে, মৌদাম বাজার ও আশে পাশের এলাকা গুলো ও এর ব্যাতিক্রম নয়।কিন্তু অতীব দুঃখের বিষয় বর্তমান ডিজিটাল সময়ে অদম্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাবার পরে ও মোবাইল নেটওয়ার্কিংয়ের সকল সুযোগ সুবিধা থেকে বন্চিত এই এলাকার মানুষ গুলো। এমনটাই দাবী করেছেন বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মিজানুর রহমান বাবুল বেগ, বিশিষ্ট ব্যাবসায়ী নাজিম বেগ,মোবাইল ও ফ্লেক্সিলোড ব্যাবসায়ী হানিফ রানা,মোদি দোকানদার ও ফ্লেক্সিলোড ব্যাবসায়ী এমদাদুল হক, বাজারের মোবাইল মেকানিক। ফ্লেক্সিলোড ব্যাবসায়ী ঝুটন খান বলেন মোবাইল নেটওয়ার্কিং সমস্যার কারনে ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে সাধারন গ্রাহকদের আমরা সঠিক সময় মত সেই সেবা টুকু দিতে পারিনা। তাই এই এলাকায় একটি মোবাইল টাওয়ার প্রতিষ্টা করে এলাকাবাসীর দুঃখ কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা পালন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
পূর্বধলার মৌদাম বাজারে মোবাইল ফোনের টাওয়ার চায় ব্যবসায়ী ও এলাকাবাসী
Date:
Share post: