কুমিল্লায় নেশাগ্রস্ত ছেলের ঘুষিতে বাবার মৃত্যু

Date:

Share post:

পূর্বময় ডেস্কঃ
কুমিল্লায় নেশার টাকা না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের ঘুষিতে প্রাণ গেল এক বাবার। স্থানীয়দের সহযোগিতায় ওই ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত বাবার নাম মো. বাচ্চু মিয়া (৪৫) পেশায় বাসচালক ছিলেন। ছেলে মো: ইয়াকুব (১৭) ওই বাসের হেলপার হিসেবে কাজ করতো।গত মঙ্গলবার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

নিহতের ভাই মো. গোলাম মোস্তফা এই তথ্য জানান। পুলিশ ও স্থানীয়রা জানান, ইয়াকুব মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক থেকে ছেলেকে বিরত রাখার জন্য বাবা বাচ্চু মিয়া প্রায় সময়ই তার সাথে করে গাড়িতে হেলপার হিসেবে নিয়ে যেতেন ছেলেকে। ঘটনার দিন সকালে ছেলে ইয়াকুব বাবার নিকট গাড়িতে হেলপারের পারিশ্রমিক চান।

বাবা বাচ্চু মিয়া টাকা পেলে ছেলে নেশায় জড়িয়ে যাবে এ ভেবে টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে ইয়াকুব মিয়া বাবাকে এলোপাতারি কিলঘুষি মারতে থাকেন। পরে স্থানীয়রা আহত বাচ্চু মিয়াকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পরে অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে নিহতের ছোট ভাই মো. গোলাম মোস্তফা জানান, দেবিদ্বার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ ভাসল ২ দিন পর

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আদিবাসী যুবক রুয়েল রিছিল (২৮) এর মৃতদেহ...

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) ঢাকা (রাজধানী) থেকে গ্রেফতার করা...

দুর্গাপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত সোমবার (০৭...

শহীদ আবরার ফাহাদ স্মরণে পূর্বধলায় মৌন মিছিল

মোঃ জুবায়েদ হোসেন বাচ্চুঃ ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্যাতনে নিহত শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিছিল ও স্মরণ...