জেলা প্রতিনিধি ঝিনাইদহ:
পবিত্র রমজানে ইফতার, তারাবী ও ছেহেরীর সময়ে লোড শেডিং না রাখার দাবী জানিয়েছেন ইমামগন। পবিত্র রমজানে গ্রাহকদেরকে নিরবিছিন্ন বিদ্যুত সরবারাহে কালীগঞ্জে আবাসিক প্রকৌশলী অফিসের গণশুনানী বিভিন্ন মসজিদের ইমামগন ওই দাবী তোলেন। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোস্পানির কালীগঞ্জ অফিসের আযোজনে গতকাল ঘন্টাব্যাপী অনুষ্টিত ওই গণশুনানীতে মসজিদের ইমান, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুধীজনেরা অংশ নেয়। এ সময় আবাসিক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম উপস্থিত গ্রাহকদের বিভিন্ন সমস্যা শুনে তার সমাধানেরও আশ্বাস দেন।
গনশুনানীতে ইমামদের পক্ষে কালীগঞ্জ মেইন বাসষ্টান্ড কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মওলানা ফারুক নোমানী দাবী জানান, রমজান মাসজুড়ে ইফতার, তারাবী ও ছেহেরীর সময় বিদ্যুতের লোড শেডিং না রাখা। এ দাবীর জবাবে আবাসিক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম বলেন, বড় ধরণের কোন সমস্যা ছাড়া ইফতার,তারাবী ও ছেহেরীর সময় বিদ্যুৎ লোড শেডিং নেওয়া হবে না। তিনি সরকারের বর্তমান চাহিদা মোতাবেক বিদ্যুৎ পয়াপ্ত বরাদ্ধ আছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, বড় ধরণের কোন সমস্যায় উপজেলার ৪ টি ফিডারে মাত্র ১৫ মিনিট করে লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এছাড়াও পবিত্র রমজান মাসে অন্নান্য যে কোন সমস্যা হলে তাৎক্ষনিক তার সাথে যোগাযোগ করার আহব্বান জানান ওই কর্মকর্তা। গনশুনানীতে আরো উপস্থিত ছিলেন, উপসহকারী প্রকৌশলী আলামিন হাসান ও কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মন্টু প্রমূখ।
ইফতার,তারাবী,ছেহেরীতে লোডশেডিং না রাখার দাবী কালীগঞ্জে আবাসিক প্রকৌশলীর গণশুনানীতে ইমামগন
Date:
Share post: