পূর্বধলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ-জারিয়া ঝাঞ্জাইল রেলপথের নেত্রকোনার পূর্বধলা স্টেশন বাজার, রেললাইন ও এর আশেপাশের এলাকা দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছিল। ময়লা-আবর্জনার গন্ধে ট্রেনের যাত্রী ও সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। আর এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে এবং পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় এগিয়ে আসলো আমতলা ক্রিকেট ক্লাবের (এসি ক্লাব) সদস্যরা।
গত সোমবার সকাল থেকে ওই এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নামে ক্লাবের প্রায় ৮০ জন সদস্য। দিনব্যাপী এ অভিযানে ওই এলাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা।
‘পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, বদলে দিবে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পূর্বধলা স্টেশনে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসি ক্লাবের সভাপতি কে.বি.এম নোমান শাহরিয়ার, সদর ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, হোগলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মীর মোর্শেদ রানা, পল্লী উন্নয়ন কর্মকতা শেখ মো. মহসিন, পূর্বধলা স্টেশন মাস্টার আব্দুল মোমেন প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় কয়েকজন তরুণের উদ্যোগে এলাকায় খেলাধুলার বিকাশের লক্ষ্যে ১৯৯১ সালে যাত্রা শুরু হয় আমতলা ক্রিকেট ক্লাবের (এসি ক্লাব)। তখন থেকে এলাকায় খেলাধুলা চর্চা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্লাবটি। এর পাশাপাশি স্বেচ্ছা-প্রণোদিত হয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও পরিচালনা করে আসছে ক্লাবের সদস্যরা।
ক্লাবের সভাপতি কে.বি.এম নোমান শাহরিয়ার বলেন, ক্লাবটি মূলত একটি ক্রীড়া সংগঠন। এর আমরা স্থানীয় সমস্যাগুলো সমাধানে কিছুটা হলেও ভূমিকা রাখার সামাজিক দায়িত্ববোধ অনুভব করি। সেই চেতনা থেকেই মূলত এমন উদ্যোগ। আগামী দিনেও আমাদের এমন উদ্যোগ অব্যহাত থাকবে।