জেলা প্রতিনিধি, ঝিনাইদহঃ অবৈধ স্থাপনা দখলদারদের দখলমুক্ত করতে শহরে মাইকিং করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা । আজ সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ মাইকিং করে ঘোষনা দেন । জানাগেছে, কালীগঞ্জ শহরের মধূগঞ্জবাজার, হাসপাতালসড়ক, কলেজরোড, কোলারোড,নলডাঙ্গারোডে পৌর এলাকায় সরকারী জায়গা দখল করে যারা দোকানপাঠ,অফিস,বাড়ীঘর ,তৈরী করেছেন তাদেরকে আগামী দুইদিনের মধ্যে দখলমুক্ত করতে হবে মাইকিং করে ঘোষনা দেন । শহরে সড়ক প্রশস্তকরন ও মেরামতের জন্য এ ঘোষনা দেওয়া হয় । যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ঘোষনা দেন ।