স.ম ওসমান গনী সোহাগ:
সম্প্রতি ঘূর্ণিঝড় ফণীর হাত থেকে বাংলাদেশ রক্ষা পেলেও পার্শ্ববর্তী দেশ ভারতে সংঘটিত হওয়ার দরুনে কিছুটা আঁচ পেয়েছে বাংলাদেশের কয়েকটি জেলা। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় কোন প্রাণহানি না হলেও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ ও ওয়াপদায় ভাঙন দেখা দিয়েছে শ্যামনগরের দ্বীপবেষ্টিত গাবুরা সহ উপকূলবর্তী কয়েকটি ইউনিয়নে।
আর এই গাবুরাতে জরুরী ত্রাণ সামগ্রী এবং ফ্রি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ৩০ জনের একটি প্রতিনিধি দল।
রবিবার (০৫ ই মে ২০১৯) বেলা ১২ টায় গাবুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সর্বমোট ১০০০ (এক হাজার) পরিবারের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট মো. রাশেদুর রহমান (এস.ভি) (ট্যাজ), এলসিটি-১০৪ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলী মাষ্টার চীফ পেটি অফিসার সহ নৌবাহিনী, কোস্টগার্ড, সিপিপি, গ্রাম পুলিশ সহ এলাকাবাসী বৃন্দ।
এর আগে গত শনিবার (০৩ রা মে ২০১৯) এলসিটি-১০৪ এবং এলসিভিপি-০১১ জাহাজে ৫০০ বস্তা করে দুটি জাহাজে বাগেরহাটের মোংলা পোর্ট থেকে মোট ১০০০ বস্তা ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়।