জেলা প্রতিনিধি, ঝিনাইদহঃ
ঝিনাইদহে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বৃষ্টি হচ্ছে। রাত থেকে কালো মেঘে ছেয়ে যায় আকাশ। তারপর শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। এতে তাপমাত্রার সঙ্গে গরমের প্রভাবটাও কমে আসছে। জেলার সদর, হরিণাকুন্ডু, শৈলকুপায় কালীগঞ্জে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আকাশও রয়েছে মেঘলা। ফলে কর্মক্ষেত্রে বের হতে অনেককেই বেগ পেতে হয়েছে। বৃষ্টি প্রস্তুতি না থাকায় অনেকেই ভিজতেও দেখা গেছে। বৃষ্টির কারণে মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান, নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।