জেলা প্রতিনিধি,ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাদপুরে কাগমারী নামক স্থানে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে ডাবলু (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
আজ ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার রেল স্টেশন পাড়ার আত্তাব আলীর ছেলে।
কোটচাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দিন জানান, কোটচাদপুর উপজলার কাগমারী নামক স্থানে গোলাগুলি হচ্ছে এমন খবরে সেখানে পৌছায় পুলিশ। পরে স্থানীয়দের সাথে নিয়ে সেখানে তল্লাসী অবস্থায় এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।
সে সময় ঘটনাস্থল থেকে ১ টি শুটার গান, ১ রাউন্ড গুলি, ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে সকালে থানায় এসে স্থানীয়রা সনাক্ত করে এটি মাদক ব্যবসায়ী ও ডাকাত ডাবলু’র লাশ। নিহত ডাবলুর বিরুদ্ধে থানায় একাধিক হত্যা, মাদক মামলা রয়েছে।