কবিতা
মানবতার জয়গান
এক হও আমজনতা
এক হও যুবকেরা
কথা বলো আজ মানুষের অধিকারের দেখো কত অসহায়ের কান্না চারিপাশে..
আজ আমার দেশের মা বোনেরা হয় ধর্ষিত.
চারিদিকে আগুন আর কত হত্যাযঙ্গ.
জাগতে হবে আমজনতা রুখতে হবে অবিচার
জেগে ওঠো যুবকেরা দেখো মানুষের হাহাকার.
মানবতা আজ কোথায়..? কোথায় আমার স্বাধীনতা.? এসব প্রশ্নের উত্তর পেতে এক হও আমজনতা এক হও যুবকেরা.
এক হও আজ সমাজের বিত্তশালীরা জয় করো আজ মানবতাকে পাশে থাকো এতিম মিসকিন রাস্তার টোকাইসহ অসহায় মানুষের পাশে ফিরিয়ে দাও তাদের অধিকার.
এক হও আমজনতা
এক হও যুবকেরা
রুখতে হবে দূর্নীতি
গড়তে হবে সোনার বাংলা এটাই আমাদের মূলবাণী..