লালমোহাম্মদ নালিতাবাড়ীঃ
শেরপুরের নালিতাবাড়ী কুত্তামারা গ্রামে পিস্তলের গুলিতে হত্যা মামলার প্রধান আসামী চেয়ারম্যান হাবিবুর রহমান হবি কে সিলেটের গোয়াইন ঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোর রাতে সিলেট পুলিশের সহায়তায় নালিতাবাড়ী থানা পুলিশ গ্রেফতার করে।
২৫ এপ্রিল দুপুরে পুর্ব শত্রুতার বিরোধকে কেন্দ্র করে কুত্তামারা গ্রামের ফজর রহমানের পুত্র ইদ্রিস আলী( ২৭) পিস্তলের গুলিতে নিহত হয়। নিহতের বাবা বাদী হয়ে ২৭ জনের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক ৯ জনকে গ্রেফতার করলেও চেয়ারম্যান হবি ও তার ছেলে শান্ত সহ অন্যরা পলাতক ছিল।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের চেয়ারম্যান হাবিবুর রহমানের গ্রেফতার নিশ্চিত করে জানান চেয়ারম্যানের পুত্র শান্তকে মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি থানা এলাকার পাইকপাড়া থেকে অল্পের জন্য ধরতে পারেনি। প্রধান আসামি সিলেটে ধৃত হবি চেয়ারম্যান কে নালিতাবাড়ী থানায় নিয়ে আসা হচ্ছে।