পূর্বময় ডেস্কঃ
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযোদ্ধা মোঃ গোলজার হোসেন তালুকদারকে ২২ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় তার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে গোলজার হোসেন তালুকদারের পক্ষে তার পুত্র মাশহুদুল মান্নানের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
জানা যায়, মোঃ গোলজার হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন এবং সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, নেত্রকোনার মোঃ গোলজার হোসেন তালুকদার পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যার প্রতিবাদকারী হিসেবে তৎকালীন সরকারের হুলিয়া নিয়ে চার বছরের অধিক সময় আত্মগোপনে ছিলেন।